শিবগঞ্জে ২টি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য সামগ্রী তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২টি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিবগঞ্জ থানা এলাকায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে অভিযান চালায় র্যাব। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য সামগ্রী তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে মেসার্স টিপু আইসক্রিম ফ্যাক্টরিকে এক লক্ষ টাকা এবং মেসার্স রাজা এন্টার প্রাইজের ছানা ফ্যাক্টরিকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও অস্বাস্থ্যকর ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ৩০ মে, ২০২৪