চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুইজনের মৃত্যু



 
চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাটে  মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
শনিবার দুপুরে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের বজরাটৈক গ্রামস্থ ও
রাবার ড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে এই দুইজন মারা যায়। 
মারা যাওয়া দুইজন হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর নতুন টারমিনাল গ্রামের জিকেন আলীর ছেলে শাহনেওয়ামতুল্লাহ কলেজে ২য় বর্ষে শিক্ষার্থী রায়হান আলী শুভ (২২) ও ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের পীরগাছি এলাকার জহর আলীর মেয়ে সোনিয়া (১২)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার তদন্ত ওসি মাকছুদুর রহমান জানান,  বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পাশে রাবার ড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে বন্ধুদের নিয়ে 
গোসল করতে নামে শুভ। এ সময় হঠাৎ করে পানিতে ডুবে যায় শুভ। পরে গোসল করতে যাওয়া অন্য বন্ধুরা ও স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ
(ওসি) সুমন কুমার জানান, সোনিয়া তার মায়ের সাথে নানার বাড়ি বজরাটেকে বেড়াতে এসে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভোলাহাট নিয়ে আসলে কর্তব্যারত চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। 
এই দুটি ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান দুই থানার ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮মে,২০২৪