শিবগঞ্জে আধিপত্যকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের দাবি শতাধিক ককটেল বিস্ফোরণ হলেও পুলিশ বলছে প্রায় ৩০-৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
  এতে কোন হতাহত না ঘটলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। 

শনিবার সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ড মরদানা আইয়ুব বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।  এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে।  এর আগে গত শুক্রবার একই সময়েই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আজম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মরদানার আইয়ুব বাজারে ককটেল বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে। এরই ধারাবাহিকতায় সকালে বহু ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ আসার পর ককটেল বিস্ফোরণ বন্ধ হয়। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে এনেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছে।
ওসি আরও জানান,  সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে প্রায় ৩০-৪০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ককটেলের সঙ্গে পটকাও ফুটিয়েছে। তবে কেউ হতাহত হয়নি। এখানে স্থানীয় দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে আসছে। এ ঘটনায় কয়েকজনকে  আটক করা হয়েছে। এ ঘটনায়  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ এপ্রিল  ২০২৪