চাঁপাইনবাবগঞ্জে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মিন্টু রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের রুহুল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে মিন্টু রহমান তার ছেলের সাথে মোটরসাইকেলযোগে আটরশিয়া আসার পথে রুহুল মোড় এলাকায় একটি ইট বোঝাই ট্রলি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে মারা যান মিন্টু রহমান।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ এপ্রিল, ২০২৪