শিবগঞ্জ বিদেশী পিস্তলসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার নলডুবি শান্তির মোড় এলাকার মো. ভাদু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের নলডুবি ব্রিজ নামক স্থানে রাস্তায় যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানগাড়ির যাত্রী শফিকুল ইসলামের ব্যাগে থাকা ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রহনপুর ব্যাটালিয়ন গত ১ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন আসামিসহ ২৩টি দেশী ও বিদেশী পিস্তল, ৩৯০ রাউন্ড গুলি এবং ৩৮টি ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ মার্চ, ২০২৪