চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দোয়া ও ইফতার



চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার জেলা শহরের পুরাতন বাজারে চেম্বার ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ইফতারের আগে সূচনা বক্তব্য দেন, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। দোয়া ও ইফতারে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সোলায়সান বিশু, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসিদুর রহমান রিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু ও সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, সোনামসজিদ স্থলবনবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাহাবুদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারসহ চেম্বার পরিচালকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিরা।
ইফতার-পূর্ব মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদ, জাতীয় চার নেতার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়াও চেম্বারের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং সাবেক সভাপতি এরফান আলী ও কামরুজ্জামন বুলুসহ অসুস্থ ব্যবসায়ীদের রোগ-মুক্তি কামনাসহ দেশ ও জেলাবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মাহবুবুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ মার্চ, ২০২৪