চাঁপাইনবাবগঞ্জে পণ্যবাহি ট্রাকে চাঁদাবাজি, আটক ৫




চাঁপাইনবাবগঞ্জে পণ্যবাহি ট্রাক ও সবজি বিক্রেতার কাছে থেকে চাঁদা তুলার অভিযোগে ৫ জনকে আটক করেছে র‍্যাব।
বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমনুরা এলাকায় পণ্যবাহি ট্রাক ও অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজি করার সময় ৩ জনকে আটক করা হয়।  এছাড়াও মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজারের সবজি বিক্রেতার কাছে থেকে চাঁদা তুলার অভিযোগে আরো ২ জনকে আটক করা হয়। 
র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  স্থানীয় প্রভাবশালীদের নাম ব্যবহার করে আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আমনুরা এলাকায় অভিযান চালায়। এ সময় পণ্যবাহি ট্রাক ও অটোরিকশার গতিরোধ করে চাঁদা তুলার অপরাধে রফিকুল ইসলাম (৫৫), নবাব আলী (৪০) ও শ্রী সুপদ বর্মন (৪৫)। তাদের সবার বাড়ি আমনুরা ঝিলিম বাজার।



অপরদিকে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনববাগঞ্জে পুরাতন বাজারে সবজি বিক্রেতার কাছে থেকে চাঁদা আদায় করার অপরাধে নয়নশুকা এলাকার ফাউজুল আজিম ওরফে আলফা (৪০) ও মসজিদ পাড়ার রবিউল আওয়াল (৩০) কে আটক করা হয়। 
এ দুটি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ ফেব্রুয়ারী, ২০২৪