শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।  এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। 
নিহত সাব্বির শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর মহল্লার মৃত শাহলাল আলীর ছেলে।
সোমবার রাত ৯ টার দিকে শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাজ্জাদ হোসেন জানান,  রাতে শিবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সাব্বিরসহ তিনজন কিশোর। এ সময় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা সাব্বিরসহ তিন জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে সাব্বির মৃত ঘোষণা করেন। 
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। 
এ ঘটনায় আইনী ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ ফেব্রুয়ারী, ২০২৪