চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পৃথক সড়ক দুর্ঘটনায় আট বছরের এক শিশুসহ দুই নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সড়কের শিবতলা মোড়ে ও পৌর এলাকার বটতলাহাট জোরগাচ্ছি নতুন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাচ্ছি গ্রামের রুহুল আমিনে স্ত্রী খাইরুন (৬০) ও শিবগঞ্জে কালিনগর এলাকার কাউসারের ছেলে রাফি (৮)।
এদিকে শিশুর মৃত্যু ঘটনায় রাজশাহী - চাঁপাইনবাবগঞ্জ মহাসড়াক অবরোধ করে স্থানীয়রা। এ সময় সড়কের দুই পাশে বেশ কিছু গাড়ি আটকা পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) আবুল কালাম সাহিদ জানান, দুপুরে পৌর এলাকার জোরগাচ্ছি নতুন পাড়ায় রাস্তা পারাপারের সময় একটি বালুবাহী ট্রাক খাইরুনকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাক ও চালক রজব আলী (২৪) নামে একজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে সোনামসজিদ সড়কের শিবতলা মোড়ে একটি মোটরসাইকেল যাত্রীবাহী একটি অটো গাড়িকে ধাক্কা দিলে গাড়ীতে থাকা শিশু মো: রাফি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে শিশুটির মারা যায়।
এই দুই ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ ফেব্রুয়ারী, ২০২৪