চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোলে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তিসহ দুই জন নিহত হয়েছে।
বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর মমিন মোড়ে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাসিম (৪৭) নামে একজন ও সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী মোড়ে খড়ি বোঝায় পাওয়ার টিলারের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়।
নিহত নাসিম নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন শানপুর গ্রামের ফাকু মিয়া ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ মহাসড়কের
কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় খড়ি বোঝায় একটি পাওয়ার টিলার অজ্ঞাত এক পথচারীকে ধাক্কা দিলে সে
ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহটি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পাওয়ার টিলারটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
অন্যদিকে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বিকালে নাসিম মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরার পথে নাচোলে পাহাড়পুর এলাকায় বাঁক সড়ক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই পৃথক ঘটনায় শিবগঞ্জ ও নাচোল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান দুই থানার ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ ফেব্রুয়ারী, ২০২৪