চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে জেলে আহত



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক বাংলাদেশী জেলে আহত হয়েছে । ভোলাহাটের দলদলী ইউনিয়নের ৪ নম্বর কলোনীপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। 
শনিবার সকালে নদীতে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। 
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, সকালে জাহাঙ্গীর আলম ভোলাহাটের মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর ভারতীয় সীমান্ত অংশে ঢুকে পড়ে। এসময় ভারতের মনসামাথা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে সে গুলি বিদ্ধ হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার ডান হাতে গুলি বিদ্ধ হয়। 
তিনি জানান, ভোলাহাটে মহানন্দা নদীর একটা বড় অংশই ভারতীয় এলাকার মধ্যে পড়ে। ঘটনার পর বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে। 
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান জানান, জাহাঙ্গীরের ডান হাতের কুনইয়ের রক্তনালী আঘাতপ্রাপ্ত হয়েছিল। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ ফেব্রুয়ারী,  ২০২৪