বাবুডাইং আলোর পাঠশালার শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
বিদ্যালয়ে শতভাগ উপস্থিত থাকায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার ২০২৩ সালে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। গত বছরের শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি করে স্কুল ব্যাগ ও প্রতিমাসে উপস্থিত শিক্ষার্থীদের মাস অনুযায়ী কলম ও রুল পেন্সিল উপহার দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, এসএমসি কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডু, সদস্য মাধব কোল সরেন, লগেন সাইচুরি, অভিভাবক ইয়াসমিন বেগম, মোমেনা খাতুন, রোজিনা বেগম, রুপালি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুর্মু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ বিদ্যালয় নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। শতভাগ উপস্থিতির জন্য পুরস্কার দেয়া উদ্যোগটি খুবই ভালো। এতে করে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে। এছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো পাওয়াতে শিক্ষার্থীরা লাভবান হচ্ছে। তাদের মধ্যে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের উদ্দীপনা আরও বাড়বে।
শেষে শতভাগ উপস্থিতির জন্য সাতজন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১৫৬ জন শিক্ষার্থীকে রুল পেন্সিল ও কলম উপহার দেয়া হয়। শতভাগ উপস্থিতি পুরস্কার পাওয়া সাতজনের মধ্যে তিনজনই ছিল একই পরিবারের।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ জানুয়ারি, ২০২৪