চাঁপাইনবাবগঞ্জে তিন এমপিকে সংবর্ধনা



চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান ও সংসদ সদস্য আব্দুল ওদুদকে গণসংবর্ধনা দিয়েছে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ। 
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। 
মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শরিফুল ইসলাম। 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার এই তিন সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। 
এ সময় দলীয় নেতা-কর্মী-সমর্থক ও ভোটারসহ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ জানুয়ারি, ২০২৪