শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন যুবলীগ নেতা শহিদুল ইসলাম সরকার
চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলায় গত দুই দিন থেকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতার্ত শিশুদের পাশে দাড়ানোর উদ্যোগ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা শাকিউল ইসলাম শাকিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ও যুগ্ম সম্পাদক মিনহাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বখতিয়ার ফাহিম সরকার, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাইদুল ইসলাম লিটন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান পরশ।
কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম সরকারের ব্যক্তিগত উদ্যোগে ২০০ জন শিশুর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ জানুয়ারি, ২০২৪