চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১২ কেজি   বিস্ফোরক দ্রব্য (গানপাউডার) উদ্ধার করেছে বিজিবি।  তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। 
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান,  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যের একটি চালান সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপির সীমান্ত পিলার ১৮০/৭ এস হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানকালে ২ জন চোরাকারবারি ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। 
অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় বিস্ফোরক রয়েছে বলেও প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যায়।  উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জমা করার প্রক্রিয়াধীন রয়েছে।

অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ ডিসেম্বর, ২০২৩