আওয়ামী লীগের প্রার্থী ওদুদ এমপির রাজনৈতিক কার্যালয়ের পাশে দুটি ককটেল বিষ্ফোরণ
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ এমপির ঝিলিম রোডস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশে মসজিদের সামনে ফাঁকা সড়কে দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮ টার দিকেএই বিষ্ফোরণের ঘটনা ঘটে। এই সময় তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে কেউ ছিল না। সড়কও ফাঁকা ছিল। এ ঘটনায় কোন হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয়সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত আব্দুল ওদুদের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় ( নাহালা ভবন) এর পাশে দুটি ককটেল বিষ্ফোরণ করে পালিয়ে যায়। শহরের এ বাড়িতে আব্দুল ওদুদ তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। তিনি কিংবা তার পরিবারের কোন সদস্য এ বাড়িতে থাকেন না।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, রাতে পরপর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে দুবৃর্ত্তরা। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ ডিসেম্বর, ২০২৩