২৬ ট্রাকে ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ
ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা দিলেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৬ ট্রাকে এই ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে।
রোববার সকালে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলেও, আমদানি হয়েছে। আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ কেনার জন্য যে এলসি করেছিলো, সে পেঁয়াজ গুলো এখন স্থলবন্দরে আসছে।
তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা আমি নিশ্চিত নন তিনি। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পিয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ৭ই ডিসেম্বর হতে আগামী ৩১শে মার্চ পর্যন্ত ভারত সরকার বাংলাদেশের পিয়াজ রপ্তানি করবে না। ভারত থেকে পিয়াজ আমদানি বন্ধের খবরেই চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেড়েছে পিয়াজের দাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ ডিসেম্বর, ২০২৩