চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল



চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ২ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৩ জন রয়েছেন। 
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা মনোনয়ন পত্র বাছাইকালে ত্রুটিপুর্ণ হওয়ায় মনোনয়ন পত্রগুলো বাতিল করা হয়। মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও শফিকুল ইসলাম। এ আসনে এখন প্রতিদ্বন্দিতায় থাকলেন ৭ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাকের পার্টির মোহাম্মদ মানিকের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় এখন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন ৬ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম রাব্বানী, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ও এনপিপি’র প্রার্থী নাহিদ আহম্মেদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এ আসনে এখন ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। 
উল্লেখ্য, তিনটি সংসদীয় আসনে মোট ২৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। ৬ জনের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ১৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ ডিসেম্বর, ২০২৩