চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক বাংলোর পাশে টেনিস গ্রাউন্ডে দু’টি ককটেল বিষ্ফোরণ


চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খানের সরকারি বাসভবনের পাশের টেনিস গ্রাউন্ডে সোমবার রাতে পরপর দু’টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাত পোনে সাতটার দিকে জেলা প্রশাসকের বাস ভবনের পাশের অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে পরপর দু’টি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। যা টেনিস গ্রাউন্ডে পড়ে বিকট শব্দে বিষ্ফোরণ হয়। এ সময় টেনিস গ্রাউন্ডে কেউ না থাকায় কোন হতাহত হয়নি। ঘটনার পরপরই ব্যাপক সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, বিষ্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। আইগব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ‘ চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামের দিক থেকে দুস্কৃতকারীরা ককটেল ছুড়ে মারে। বিষ্ফোরণের শব্দ শুনে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ওই সময় টেনিস গ্রাউন্ডে কেউ ছিলনা। আত্মংক ছড়াতেই দুস্কৃতকারীরা এই ককটেল হামলা করেছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের ধরতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ ডিসেম্বর, ২০২৩