চাঁপাইনবাগঞ্জে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে সম্পা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পশ্চিম পাঠানপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত সম্পা একই এলাকার মৃত বিশু শেখের মেয়ে। তার স্বামী আব্দুল্লাহ রাজশাহীর গোদাগাড়ীর উজানপাড়ার আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী- স্ত্রীর প্রায়ই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তেন। মাদকদ্রব্য সেবন করে আব্দুল্লাহ তার স্ত্রীকে মারধরও করতেন। সকালে ঘরের মধ্যে মারধর করে সম্পার মুখে কাপড় বেঁধে রেখে বাড়ি থেকে চলে যান স্বামী আব্দুল্লাহ। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন সম্পা খাতুনকে উদ্ধার করে জেলা হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, দুপুরে এক মেয়েকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামী আব্দুল্লাহ সম্পার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়। এছাড়াও তার গলায় ক্ষত চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ ডিসেম্বর, ২০২৩