চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রয় ও সেবন করার দায়ে ৮ জন আটক



চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রয় ও সেবন করার  দায়ে ৮ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলায়   অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
আটককৃতরা হলো, কলাপট্টির ছবির আলী (৩০), আলীনগর রেলপাড়ার সোহেল (১৯), আলীনগর ভুতপুকুরের আব্দুর রহিম (২০), প্রান্তিকপাড়ার রুবেল (২৪),  রামকৃষ্ণপুরের  রাজু (৩২), গোদাগাড়ী কাশিমপুরের সেলিম (৩০),শিবতলা পিটিআই বস্তির পাবেল আলী (৩০) ও উদয়নমোড়ে আনারুল ইসলাম জনি (৪০)।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জে শহরের শিবতলা এলাকায় 
অভিযান চালায়।  অভিনকালে মাদক বিক্রয় ও সেবন করার দায়ে ৮ জনকে আটক করা হয়।  এ সময় গাঁজা, কলকি, হেরোইন উদ্ধার করা হয়। 
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা  করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ ডিসেম্বর, ২০২৩