ভারত থেকে সোনামসজিদ বন্দরে এল আরও ৪৪০ টন পেঁয়াজ



ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার কয়েক দিন পর আবারও  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৪০ টন পেঁয়াজ এসেছে। দুইদিনে ১৬ ট্রাকে এসব পেঁয়াজ স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে।

সোমবার সন্ধ্যায় সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত।  তবে এর আগে আমদানিকারকরা 
যে পেঁয়াজ গুলো এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে। গতকাল রবিবার ১০ ট্রাকে ২৭৭ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত ৬টি ট্রাকে আরও ১৬৩ টন পেঁয়াজ এসেছে।  এর আগে ১৪ ডিসেম্বর ১৩ ট্রাকে ৩৫৫ টন ও ৯ ডিসেম্বর ২৬ ট্রাকে ৭৪৩ টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর প্রবেশ করে। 

তিনি আরও বলেন, চার দফায় ৫৫ ট্রাকে ১ হাজার ৫৩৮ টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশ আনা হয়। আর এসব ট্রাক ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল। 

এর আগে ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশেই হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে  মুড়িকাটা পেঁয়াজ কৃষকেরা উঠালে বাজারে স্বস্তি মিলে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১৮ ডিসেম্বর, ২০২৩