চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রার্থীর বাাড়িতে ককটেল হামলা, একটি ককটেল উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট বিএনএম’র প্রার্থী, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবাযক মাওলানা আব্দুল মতিনের শহরের পাঠানপাড়াস্থ বাসভবনে শনিবার রাতে একটি ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাড়ির পাশ থেকে অবিষ্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও বিএনএম প্রার্থী আব্দুল মতিন জানান, রাত পৌনে আটটার দিকে শহরের ফুড অফিস মোড় সংলগ্ন পাঠানপাড়াস্থ বাড়িতে দুর্বৃত্তরা ককটেল হামলা করে। বাড়ির সামনের দেয়ালে একটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আব্দুল মতিন জানান, ঘটনার সময় তিনি নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলেন। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন। তিনি অভিযোগ করে বলেন, ‘ আমার নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কর্মকান্ডে বাধা দিতেই দুর্বৃত্তরা এই ককটেল হামলা চালিয়েছে’।
ককটেল হামলার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্চের পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিনের বাড়ির সামনে থেকে একটি অবিষ্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ ডিসেম্বর, ২০২৩