চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জাকের পার্টির দুই প্রার্থীসহ তিন জনের প্রত্যাহার


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে রবিবার চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জাকের পার্টির দুই প্রার্থীসহ তিন জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাকের পার্টির মুহাম্মদ আব্দুর রহিম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতস্ত্র প্রার্থী মুঃ খুরশিদ আলম ও  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাকের পার্টির বাবলু হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এ কে এম গালিভ খাঁন জানান,  চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে তিনজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।  চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ১৬ জন প্রার্থী।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৭ জন, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে  প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৪ জন। আগামীকাল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ ডিসেম্বর, ২০২৩