চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশী পিস্তল ও ৩৬ রাউন্ড গুলিসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের ভোলামারী এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্ত শিবগঞ্জে তেলকুপি লম্বাপাড়ার
জাবুল হোসেনের ছেলে মাহাবুব আলী (৩৫)।
বুধবার দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থান দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবিকে দেখে দৌড়ে পালানোর সময় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ মাহাবুবকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামী ও অস্ত্রসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক আরো বলেন, গত ১১ মাসে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন আসামীসহ ১৩টি বিদেশী পিস্তল, ৮০ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এছাড়াও অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ নভেম্বর, ২০২৩