চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় চার যুবদল কর্মী গ্রেফতার




চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে ককটেল হামলার ঘটনায়  চার যুবদল কর্মীকে গ্রেফতার  করেছে পুলিশ। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলো, আলী হোসেন, তুফান, সাহাবুদ্দিন ও ফিরোজ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, জেলা নির্বাচন অফিসের সীমানা প্রাচীরের ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিস লক্ষ করে দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 
এদিকে বুধবার বিকেলে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন। পরিপ্রেক্ষিতে আশপাশে গড়ে উঠা দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং নির্বাচন অফিসের চারদিকে বৈদ্যুতিক বাতির সংযোগ দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ নভেম্বর, ২০২৩