চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন আটক




চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ ৪ জনকে আটক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিক পাড়ার আলা উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৫), শহরের জিয়ানগর এলাকার তাইফুর রহমানের ছেলে মেহেদী হাসান (২০) একই এলাকার রবিউল ইসলামের ছেলে রাব্বী আলামিন (১৯) ও মিঠু মিয়ার ছেলে সিরাজ আলী (২০)।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল  চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় কিশোর গ্যাং লিডারসহ ৪ জনকে সক্রিয় সদস্যকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।   

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ নভেম্বর, ২০২৩