লন্ডনে বিজনেস সামিটে অংশ নিবেন জেলা চেম্বারের সহসভাপতি রিমন
কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে লন্ডন যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আখতারুল ইসলাম রিমন। তিনি এফবিসিসিআই’র প্রতিনিধি হিসেবে এ সামিটে যোগ দেবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
দুই দিনব্যাপী এই সামিট আগামী ২৭ নভেম্বর শুরু হবে। লন্ডনের মন্টাগোর গ্লাজিয়ারস হলরুমে এই সামিট অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলটি রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
উল্লেখ্য, আখতারুল ইসলাম রিমন চাঁপাইনবাবগঞ্জের একজন উদীয়মান তরুণ ব্যবসায়ী। ২০২০-২১ অর্থবছরে রাজশাহী বিভাগে সেরা তরুণ (৪০ বছরের নিচে) করদাতার পুরস্কার পেয়েছিলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ নভেম্বর, ২০২৩