চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইনসহ একজন আটক




চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার  আজাইপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম ওরফে রুবেল ওরফে রজব (৪০)। তার বর্তমান ঠিকানা জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর কাচারী।
বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিরমোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়। 

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক হওয়া ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করতো। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের বটতলাহাট থেকে শান্তির মোড় সড়কের চৌধুরীর মোড় এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইন ও অটোরিকশাসহ অটোচালক রবিউল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরো জানায়,  আটককৃত রবিউল ইসলামের নামে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ নভেম্বর, ২০২৩