বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা



"শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি" এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদসহ অভিভাবক ও বিভিন্ন বয়সী শিশুরা।
আলোচনা সভা শেষে তিনটি বিভাগে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ অক্টোবর, ২০২৩