র‍্যাবের দুটি অভিযানে হেরোইনসহ ২ জন আটক



চাঁপাইনবাবগঞ্জে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার বিকালে ১ কেজি ১২ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। 
আটককৃত হলো লালমনিরহাট জেলার পূর্ব জগতবেড় এলাকার হাকিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৯)।
র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড লালবোর্ডিং এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি ১২ গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। 
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমন্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো আনোয়ার। সে  মাদকদ্রব্য সংগ্রহ করে পরিবহণ করার জন্য চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করছিল ।
এ ঘটনা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা করা হয়েছে। 
এদিকে র‍্যাবের অপর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী (সাগরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ১৯৩ গ্রাম হেরোইনসহ শিবসাগর আদর্শ পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আজিমুদ্দিন ওরফে আজিম (৪৪) আটক করা হয়। 
এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ অক্টোবর, ২০২৩