চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ-সব বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ১ কেজি বীজ, ২ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার, ১ রোল পলিথিন, ১ বান্ডেল নাইলন সুতাসহ বালাই নাশক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৮ শ টাকা প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসুল হক মাহমুদসহ অন্যরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ অক্টোবর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ বীজ ও সারসহ উপকরণ ও টাকা বিতরণ