সোনামসজিদ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে  থেকে উদ্ধার হওয়া ভারতীয় এক নারীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে গোমস্তাপুর থানা পুলিশ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেন। 
উদ্ধার হওয়া মরদেহটি  ভারতের মালদা জেলার ইংরেজি বাজার- মোসলেমপুর গ্রামের ইনাউল শেখের মেয়ে শম্পা খাতুন (২৩)।
এর আগে রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের 
গোমস্তাপুর উপজেলার চৌডালা  ইউনিয়নের বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদীর চেয়ারম্যানের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গতকাল রবিবার দুপুরে মহানন্দা নদীতে একজন অজ্ঞাত নারীর মরদেহে ভাসতে দেখে স্থানীয়রা  পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।  প্রথম থেকে ধারণা করছিলাম মরদেহটি ভারতীয় নাগরিকের। রাতে মরদেহটি ভারতীয় পুলিশের কাছে 
হস্তান্তর করা হয়। 
এদিকে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি ও বিএসএফের সহযোগীতায় সোনামসজিদ সীমান্তে দিয়ে গোমস্তাপুর থানা পুলিশ ভারতীয় পুলিশের কাছে ওই যুবতীর মরদেহটি হস্তান্তর করা হয়।
এসময় বিজিবি,বিএসএফ, ভারতীয় পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ অক্টোবর, ২০২৩