উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নৌকায় ভোট চাইলেন এমপি ওদুদ
সামাজিক সুরক্ষাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ বলেন, ২০০৮ সালের আগে এই দিয়াড় অঞ্চলে যোগযোগ ব্যবস্থা ছিল না। আমি ২০০৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। আমি আমার কথা রেখেছি। মহানন্দায় ব্রিজ করে দিয়েছি, পদ্মার বাঁধ নির্মাণ করে দিয়েছি, চরাঞ্চলসহ প্রতিটি ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন করেছি। বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। আপনারা এখন কয়েক ঘণ্টার মধ্যেই জেলার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এসব কাজ করতে সহযোগিতা করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে।
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি হাইস্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
এমপি আরও বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। যেমন ভাতা বয়স্ক, বিধবা, স্বাসমী পরিত্যাক্তা, মাতৃত্বকালীন ভাতা, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা উপবৃত্তি, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধবন্ধী ভাতা দিচ্ছেন।
প্রধানমন্ত্রী আপনাদের জন্য এতো কিছু করছেন তার জন্য আপনাদেরও কিছু করার আছে। আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে না পারলে এইসব ভাতা বন্ধ হয়ে যাবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, দেবীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।
এ সময় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের সামাজিক নিরাত্তা কর্মসূচির সুফল সুবিধাভোগিদের মধ্যে তুলে ধরতে এ সভার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৬ অক্টোবর, ২০২৩

