চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির অনশন কর্মসূচি পালন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সামনে এই কর্মসূচি পালন করেন বিএনপির নেতা কর্মীরা।
অনশন চলাকালে বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, নাচোল উপজেলা বিএনপির আহবায়ক এম মজিদুল হক, গোমস্তাপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ।
এদিকে একই দাবিতে শহরের বাতেন খাঁ মোড়ে অনুরূপ কর্মসূচি পালন করেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড রফিকুল ইসলাম টিপু, সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান, গোমস্তাপুর উপজেলার সদস্য সচিব সাবেক মেয়র তারিক আহমেদ, নাচোল উপজেলার সদস্য সচিব আবু তাহের খোকন।
অনশনে বর্তমান সরকারের পদত্যাগ দাবি জানিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার জোর দাবি জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ অক্টোবর, ২০২৩