চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণসহ একজন আটক




চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি। এ সময় ১৮ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়।  আটককৃত ব্যক্তি হলো, ভোলাহাটের ফুটানী বাজার এলাকার মৃত লোকমান আলীর ছেলে আব্দুর রাহিম (৩০)।
 বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়। 
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৬ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়।  অভিযানকালে চোরাইকৃত ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও  ১৮ হাজার 
৮৯৫ টাকাসহ আব্দুর রাহিমকে আটক করা হয়।  উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৩ লাখ ৪৭ হাজার ৭৮৪ টাকা।
  
অধিনায়ক আরো জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অপরাধ দমনের  লক্ষে সীমান্ত এলাকায় অভিযান বৃদ্ধি করাসহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। সেই সাথে স্বর্ণ ও নগদ টাকা ট্রেজারীতে জমা করা হয়েছে ।  
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ অক্টোবর, ২০২৩