চাঁপাইনবাবগঞ্জে কলেজ ছাত্র হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড



 চাঁপাইনবাবগঞ্জে মাসুদ রানা (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো  ২ বছরের  কারাদণ্ড প্রদান করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে বেকসুর খালাস দেন আদালত। 
বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ফতেউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কাওয়াভাষা এলাকার আব্দুর রহমানের ছেলে। 

নিহত মাসুদ রানা গোমস্তাপুরের বসনীটোলা গ্রামের লাল মোহাম্মদের ছেলে। 

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, প্রেমের সম্পর্ক  জের ধরে ২০১৭ সালের ৭ এপ্রিল রাতে  বাড়িতে ডেকে কলেজ ছাত্র মাসুদ রানাকে হত্যা করা হয়। ওই দিন নিহত মাসুদের বাবা লাল মোহাম্মদ ১৮ জনকে আসামী করে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব আলম তদন্ত শেষে ২০১৭ সালের ১৫ জুলাই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে  অভিযোগপত্র দাখিল করেন। 
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ অক্টোবর, ২০২৩