চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. পলাশ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ৬ মাস কারাদন্ডের আদেশ দেন  আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার বাখর আলী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সাদিকুলকে (৪৫) কে বেকসুর খালাস দেন আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত পলাশ শিবগঞ্জের কিরণগঞ্জ গ্রামের আব্দুর রশিদের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২৯ নভেম্বর শিবগঞ্জের বসন্তপুর গ্রামে ১৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হয় পলাশ। এ সময় পালিয়ে যায় সাদিকুল। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র মালি। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ২০১৭ সালের ১২ জানুয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষ আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ সেপ্টম্বর, ২০২৩