চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে ১ জন নিখোঁজ



চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে রুবেল হোসেন (২৪) নামের এক যুবক নিখোঁজ রয়েছে। নিখোঁজ রুবেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর গ্রামের এনামুল হকের ছেলে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বান্নাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন থেকে নৌকাযোগে ইট ও বাঁশ নিয়ে চারজন নারায়নপুর আসছিল। নারায়নপুর ঘাটের কাছে হটাৎ নৌকাটি ডুবে যায়। এসময় তিনজন সাঁতরে পাড়ে উঠলেও রুবেল নিখোঁজ হয়। পরে স্থানীয়রা চেষ্টা করে বিকেল পর্যন্ত রুবেলকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয়ারা জানায়, পদ্মার ভাঙ্গনের শিকার পরিবার তাদের বাড়ি ভেঙ্গে নিয়ে নারায়নপুর আসছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক /  ২৭ সেপ্টেম্বর, ২০২৩