গোমস্তাপুরের শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার




চাঁপাইনাববগঞ্জের গোমস্তাপুরে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মো. শফিকুল ইসলাম কাটু (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-১১ এর অপারেশন দল গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় যৌথভাবে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার মো. আব্দুর রহিমের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গত ১২ আগস্ট তৃতীয় শ্রেণির এক শিশুকন্যাকে বাড়িতে রেখে তার মা নানার বাড়ি বেড়াতে যান। ওই সুযোগে শফিকুল ইসলাম কাটু বাড়িতে ঢুকে শিশুকন্যাকে জোর করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানার পর ধর্ষণের অভিযোগে শিশুর মা বাদী হয়ে শফিকুল ইসলাম কাটুর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৫, সিপিসি-১ এর আভিযানিক দল একাধিক অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে ধর্ষকের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৫ এবং র‌্যাব-১১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ সেপ্টেম্বর, ২০২৩