চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড



চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুটি ধারায় লুৎফর রহমান (২৫) নামের একজনকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার ১৯ (এফ) ধারায় ৭ বছর এবং ১৯(এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। 
 বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক  মোহা. আদীব আলী আসামির অনুপস্থিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত লুৎফর রহমান গোমস্তাপুরের ফুলবাড়ি গ্রামের হায়াত আলীর ছেলে। 
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল
গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা জোড়াব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ  লুৎফরকে  আটক করে।  এ ঘটনার পরের দিন র‌্যাবের এসআই মাসুম বিল্লাহ 
বাদী হয়ে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই বজলুর রশীদ ২০২০ সালের ১৩ অক্টোবর লুৎফর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ সেপ্টেম্বর, ২০২৩