শিবগঞ্জে স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন



‘‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবসের তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফিটা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নরুল ইসলাম, ভাইস চেয়াম্যান গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যানরা। মেলায় উপজেলা পরিষদের হস্তান্তরিত ১৭টি দপ্তর, একটি উপজেলা পরিষদ, একটি পৌরসভা, ১৫টি ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, নির্বাচন অফিস ও তথ্য আপাসহ ৩৭টি প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল স্থান পেয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ সেপ্টেম্বর, ২০২৩