চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় রবিউল (২৭) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সার চালক নিহত হয়েছে। এ সময় সেলিম নামে ওই অটোরিক্সাতে থাকা এক যাত্রী আহত হয়।
নিহত রবিউল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের হরিশপুর গ্রামের ববি মওলানা ছেলে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাতে ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে শিবতলা নামক এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে অটোগাড়ির চালক রবিউল ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, এ ঘটনায় রাজশাহীর চারঘাটের হলদেগাছী এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে ও ট্রাক চালক গাফফার আলী (৫৫) কে আটক করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ সেপ্টেম্বর, ২০২৩