চাঁপাইনবাবগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ
সদ্য ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে 'বিতর্কিত' কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড় এলাকা থেকে একটি বিক্ষোপ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বাঁতেন খাঁ মোড়ে গিয়ে সমাবেশ মিলিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইউসুফ আলী লাভলু, জেলা যুবকদের সাবেক সহ-সম্পাদক মজিবুর রহমান মজু, জেলা যুবকদের সাবেক সদস্য মারুফ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর আহমেদ, ৩ নং ঝিলিম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুম আলী।
সমাবেশে জেলা যুবদলের নতুন কমিটি বাতিল ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনুকে সদস্য সচিব করার দাবিও জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। কমিটিতে তবিউল ইসলাম তারিফকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ সেপ্টেম্বর, ২০২৩