গোমস্তাপুরে সেফটিক ট্যাংকে নির্মাণ শ্রমিকের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মোস্তাকিম আলী  (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত মোস্তাকিম  জেলার গোমস্তাপুর উপজেলার সাহেব গ্রামের শামসুল হকের ছেলে। 
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চৌডালা  উনিয়নের সাহেব গ্রামের মো. ইনু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মাহবুবুর রহমান জানান, দুপুরে ইনু মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের সাটারের কাঠ খুলতে নামে মোস্তাকিম। এসময় অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকে এক পর্যায়ে তার কোন সাড়া শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মোস্তাকিমকে মৃত অবস্থায় ট্যাংক থেকে উদ্ধার করে।
ওসি আরো জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ সেপ্টেম্বর, ২০২৩