চাঁপাইনবাবগঞ্জে ১টি ওয়ান শুটারগান উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহট চামুচা গুচ্ছ গ্রাম থেকে শনিবার ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনা কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধ অস্ত্র মাটির নিচে লুকানো রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সকালে চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল ভোলাহাটের চামুচা গুচ্ছ গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বাড়ির বেড়া সংলগ্ন
গর্তের মধ্যে পলিথিন মোড়ানো অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র গুলো ভোলাহাট থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ সেপ্টেম্বর, ২০২৩