চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃক্ষমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, জেলা সহকারী বন সংরক্ষক মো.মেহেদীজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে বৃক্ষ ও পরিবেশ নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলায় মোট ২৫ স্টল স্থান পেয়েছে। এতে বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষসহ উন্নত কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনী দিনে ব্যপক সংখ্যক দর্শক দেখা গেছে বৃক্ষমেলায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ আগস্ট, ২০২৩