চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত




চাঁপাইনবাবগঞ্জে মাঠে কাজ করার সময় পৃথক চারটি  স্থানে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছে।
 সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একজন, গোমস্তাপুর উপজেলায় একজন ও ভোলাহাট উপজেলায় একজন করে তিন জন নিহত হয়।  এছাড়াও রবিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ রশিয়া এলাকায় আরো একজনের মৃত্যু হয়। 
নিহত ব্যক্তিরা হলেন, ভোলাহাট উপজেলার ওমর আলী (৫৫),  চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১২ রশিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে জহুরুল ইসলাম (৩৫), ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা-মুশরিভুজা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০) ও গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর হঠাৎপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শরিফুল হক (৩৫)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুররহমান জানান, রহনপুরের প্রসাদপুর হঠাৎপাড়া এলাকায় সকালে বাড়ির পাশে কাজ করার সময় বৃষ্টি সাথে বজ্রপাত হলে শরিফুল ইসলাম নামের এক যুক মারা যায়।
অন্যদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, সকালে আনোয়ার হোসেন মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে স্ট্রোক করে মারা যায়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ওমর আলী নামে একজন নিহত হয়। তার বাড়ি ভোলাহাট উপজেলায়।  এছাড়াও রবিবার দুপুরে মাঠে কাজ করার সময় ঝড়-বৃষ্টি সাথে বজ্রপাত হলে জহুরুল ইসলাম আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আড়াই টার দিকে জহুরুল চিকিৎসাধীন মারা যায়।
এছাড়াও সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহরপুর গ্রামে ব্রজপাতে দুটি গরু ও একজন গরুর রাখাল আহত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ জুলাই, ২০২৩