নাচোলে ধান বোঝায় একটি ট্রাক উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধান বোঝায় একটি ট্রাক উল্টে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল মতিন (৩২) নামে ট্রাকের চালক নিহত হয়েছে। নিহত আব্দুল মতিন জেলার নাচোল উপজেলার সূর্যপুর গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নাচোল-ধানসুরা সড়কের গনইর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সকালে নাচোলের গনইর নামক স্থানে ধান বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ জুলাই, ২০২৩