শিবগঞ্জে কিশোর গ্যাংয়ের চারসদস্য আটক



চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামে অভিযান চালিয়ে স্টিলের হাতল যুক্ত ১টি চাইনিজ কুড়াল, ১টি অতিরিক্ত স্টিলের হাতল, প্লাস্টিকের বাটযুক্ত ১টি ছোট কাঁচি, কাগজে মোড়ানো ৪ পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের উপকরণসহ কিশোর গ্যাংয়ের ৪জনকে আটক করেছে র‌্যাব । গত শনিবার দিবাগত মধ্য রাতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালায়। 
আটককৃতরা হলেন, উপজেলার গঙ্গারামপুর গ্রামের মো. ফাইজুর রহমান নাদিম (২০), পারকালুপুর গ্রামের মো. রনি আহম্মেদ (১৯) ও মো. মিমতিয়াজ (১৯), একবরপুর জব্বার বিশ্বাসটোলা গ্রামের মো. শিমুল ওরফে রাজু (২৪)। 
 এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই সব তথ্য জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ জুলাই, ২০২৩